পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় উন্নয়ন সহায়তার (ভর্তুকি) এর আওতায় কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে কৃষি বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন খান, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ খান প্রমুখ। উপজেলার সকল ইউনিয়নে মোট ১৪ টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
Leave a Reply