পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় গোপাল বিশ্বাস হত্যা মামলায় ব্যবহৃত বিদেশী পিস্তল সহ দুটি অন্ত্র-গুলি উদ্ধার ও তিন জনকে প্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। অস্ত্র-গুলি উদ্ধার ও আসামি গ্রেপ্তারে প্রেস করফারেন্স করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (১১মে) বেলা সাড়ে ১১ টায় পাংশা মডেল থানায় এ প্রেস কনফারেন্স করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাওড়া বনগ্রামের তুষার বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস(১৯), মন্টু শিকদারের ছেলে আশিক শিকদার(২২) ও তপু সরকারের স্ত্রী উর্মী শিকদার(২০)। প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপাল বিশ্বাস হত্যাকা-ের সাথে জড়িত আসামি বাঁধন বিশ্বাস ও আশিক শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে একই মামলার পলাতক আসামী বিলজোনা গ্রামের কৃষ্ণচন্দ্র সিংহর বসত ঘরের পূর্ব পাশে খড়ের পালার মধ্য থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, একই মামলায় অপর পলাতক আসামি তপু সরকারের স্ত্রীর কাছে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান রয়েছে। তাদের দেয়া তথ্য মতে তপু সরকারের স্ত্রী উর্মী শিকদারকে আটক করা হয়। পরবর্তীতে উর্মী শিকদারের তথ্যমতে তার পিতার বাড়ি ঢাকনা বিহীন টয়লেটের রিং স্লাবের ভিতর থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি ওয়ান সুটার গান (এলজি) উদ্ধার করা হয়। প্রেস কনফারেন্সে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আসামিরা প্রাথমিক ভাবে জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গুলি নিউজ রেখে অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করত। উল্লেখ্যা গত ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপাল বিশ্বাসকে গুলি করা হয়। গত ৭মে ভোর রাতে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একই দিনে নিহত গোপাল বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস বাদী হয়ে নিহত গোপাল বিশ্বাসের শ্যালক বিজন সরকারকে প্রধান আসামী ও নিহত গোপাল বিশ্বাসের স্ত্রী চায়না সরকারকে আসামী করে পাংশা মডেল থানায় ৩০২/২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার প্রেক্ষিতে গত ৮মে আসামী বিজন সরকার ও চায়না সরকারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পাংশা থানা পুলিশ। আসামী বিজন সরকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে বিজন সরকার ও চায়না সরকারকে কারাগারে পাঠায় আদালত।
Leave a Reply