পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় ২০২১-২২ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উচ্চফলনশীল জাতের বারি গম ৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার খাঁ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর (অঞ্চল), জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মাহিদুল রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামসহ উপকারভোগীরা।
উপ-পরিচালক কৃষকদের উদ্দেশ্যে বলেন, কম সেচ ব্যবহার করে আগামীতে গমের নতুন নতুন জাতের চাষ বৃদ্ধি করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে যে দিক নির্দেশনা তা বাস্তবায়ন করার জন্য এলাকার কৃষকদের সহযোগিতা কামনা করেন ও এক ইঞ্চি জমি যাতে পতিত না থাকে সেজন্য এলাকার কৃষকদের বিভিন্ন জাতের ফসল চাষে উদ্বুদ্ধ করেন।
Leave a Reply