পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় উপজেলা পরিষদ পুকুরে শুক্রবার (৯সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়েছে। রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভ’মি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়)। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পাংশা উপজেলার ১২টি স্পটে এ কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভ’মি মাসুদুর রহমান রুবেল, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেকমত আলী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ স্থানীয় সাংকাদিকগন উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাগেছে জেলার বালিয়াকান্দির সরকারী হ্যাচারী থেকে এ মাছের পোনা আনা হয়েছে এবং তা সঠিক ভাবে অবমুক্ত করণ করা হচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply