পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় গতকাল বৃহস্পতিবার ২ নং হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ২ কোটি ৬৩ লক্ষ ২৩ হাজার ৩২০ টাকার এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন খান। হাবাসপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন খানের সভাপতিত্বে ও সচিব জাকির হোসেনের সঞ্চালনায় বাজেটের উপর বক্তব্য দেন, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন, ইউপির উপ-সহকারি ভূমি কর্মকর্তা জিয়াউর রহমান, হাবাসপুর ইউপির দায়িত্বপ্রাপ্ত বিট ইনচার্জ পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর হুমায়ুন রেজা। আরও বক্তব্য দেন হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁদ আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরদার।
Leave a Reply