মিলন আলী ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা স্কলার মডেল স্কুল ও হানেমা ফাউন্ডেশনের আয়োজনে কালিদাসপুর ও মিরপুর আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলের জন্য সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান তরুন শিক্ষানুরাগী আতিকুর রহমান সাহাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমলমতি মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর শহীদ। প্রধান অতিথি ডক্টর আব্দুর শহীদ বলেন, প্রত্যান্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠির সাধারন কৃষি পরিবারের সন্তানদের মেধা বিকাশে হানেমা ফাউন্ডেশন ও স্কলার মডেল স্কুলের এই আয়োজন শিক্ষার মানকে আরও প্রসারিত করবে। বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠু, হারদী জোহা কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি সিরাজুল ইসলাম সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ কুষ্টিয়া সরকারী কলেজ, শামীম রেজা সম্পাদক আলমডাঙ্গা কিন্ডার গার্ডেন, শফিউল আলম বকুল প্রভাষক আলমডাঙ্গা ডিগ্রী কলেজ, মিজানুর রহমান জমির সভাপতি পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়, আজিবার রহমান প্রধান শিক্ষক জিএমএস মাধ্যমিক বিদ্যালয়, আকরাম আলী প্রধান শিক্ষক বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করেন, মোজাহিদুল ইসলাম মিলন।
Leave a Reply