ক্রীড়া প্রতিবেদক ॥ আবাহনীর বিপক্ষে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করে সমালোচনার জন্ম দিয়েছিল ওল্ড ডিওএইচএস। এক ম্যাচ পরই নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়ে পারটেক্সকে ১০ উইকেটে হারালো তারা। বৃষ্টিবিঘিœত ম্যাচটিতে নির্ধারিত ১৫ ওভারে পারটেক্স ৪ উইকেট হারিয়ে ৭৭ রানে অলআউট হয়। জবাবে রাকিন আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল আগেই কোনও উইকেট না হারিয়ে বড় জয় তুলে নেয় ডিওএইচএস। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকালের বৃষ্টিতে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। পরে ১৫ ওভারে নেমে আসে ম্যাচ। যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনিং অলরাউন্ডার রাকিবুল হাসানের ঘূর্ণিতে মোটেও সুবিধা করতে পারেনি পারটেক্স। ৩ ওভারে ৮ রানে তার শিকার ২ উইকেট। ইনিংসের মাঝে রাকিবুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে পারেননি পারটেক্সের ব্যাটসম্যানরা। আগের ম্যাচে ঝড় তোলা আব্বাস মুসা এদিন ২১ বলে ১৭ রান করে আউট হয়েছেন। অধিনায়ক তাসামুল হকের ইনিংস ছিল ধীরগতির, ২৫ বলে ১ ছক্কায় করেন মাত্র ১৮ রান। শেষ দিকে নাজমুল হোসেন মিলন ও ধীমান ঘোষের ১৭ রানের দুটি ইনিংসে পারটেক্স ৭৭ রান তোলে। ৭৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদের ওপেনিং জুটিতেই ম্যাচ জিতে যায় ডিওএইচএস। ৩৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আনিসুল। অন্যদিকে রাকিন ৬ চারে ৩৬ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
You cannot copy content of this page
Leave a Reply