ক্রীড়া প্রতিবেদক ॥ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। সার্জিও রামোসের সঙ্গে চুক্তির সব কার্যক্রম সম্পন্ন করেছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ক’দিন আগে ১৬ বছর পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন রামোস। এরপর ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভেড়ায় ফ্রেঞ্চ জায়ান্টরা। ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হলেও, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ছিলো না রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৫টি লা লিগা জয় করেন রামোস। টানা ৭ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর গেল মৌসুমে লিগে রানার্স আপ হয় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। তবে এবার দৃঢ়প্রতিজ্ঞ ক্লাবটি। রামোসও জানালেন, নিজের সর্বোচ্চ উজাড় করে দিবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোস লিখেছেন, স্বপ্ন দেখার জন্য এটি সেরা জায়গা। জয় অব্যাহত রাখার জন্য এটি সেরা ক্লাব। আমাদের যা কিছু জয় করার আছে সবকিছুর জন্য আমরা লড়াইয়ে নামবো। পিএসজি এমন একটি ক্লাব যারা এরইমধ্যে নিজেদেরকে সেরা হিসেবে প্রমাণ করেছে। আমি চাই নিজের ধারাবাহিকতা ধরে রাখতে। একইসঙ্গে দলকে যত বেশি সম্ভব ট্রফি জেতাতে। ইনজুরির কারণে গেল মৌসুমে বেশকিছু ম্যাচে খেলতে পারেন নি রামোস। একই কারণে স্পেনের হয়ে ইউরো খেলা হয় নি তার। তবে তিনি নিজেকে ফিট রাখতে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন।রামোসের আগে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দিয়েছেন ইন্টার মিলানের ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লিভারপুলের মিডফিল্ডার উইনালদাম। এ ছাড়া ইটালিয়ান গোলকিপার ডোনারুম্মার সঙ্গেও চুক্তির শেষপর্যায়ে পিএসজি।
You cannot copy content of this page
Leave a Reply