গতকাল ২৯ মে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ১ম পৃষ্ঠায় “থানায় অভিযোগ” কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার মৃত নওশেদ চৌধুরী সম্পত্তি আত্মসাতে মরিয়া এরা কারা! শিরোনাম শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটে ও ভুল তথ্য দাবী করে বিবৃতি দিয়েছেন আড়–য়াপাড়া এলাকার ১নং বাহাদুর বিশ^াস লেনের মৃত আব্দুর রশিদের ছেলে রাশেদ ইকবাল বেবিন, একই এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে মাসুদ, শহীদ লিয়াকত আলী সড়কের আক্কেল আলীর ছেলে শহিদুল ও একই এলাকার জুলফর রহমানের ছেলে পাভেল। সংবাদে যেসব তথ্য প্রদান করা হয়েছে আদৌ তা ঘটেনি। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান (যার মামলা নং- দেওয়ানী-৩৩/১৫)। বিবৃতিদাতারা বলেন- হুমায়ন কবীর চৌধুরী (মিলন) ওই কুচক্রি আমাদের পৈত্রিক সম্পত্তি বেআইনীভাবে দখলে নিতে না পেরে সমাজে আমাদের হেয়প্রতিপন্ন করতে এ ধরনের সম্পুর্ণ মিথ্যা, বানোয়াটে ও মনগড়া তথ্য প্রদান করায় আমরা প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
You cannot copy content of this page
Leave a Reply