নিজ সংবাদ ॥ রেজাউল ইসলাম সরদার। একজন প্রতিভাবান লেখক। ছোট বেলা থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে গবেষনা করে যিনি অসংখ্য বই লিখেছেন। গল্প, কবিতা, গান, গাজীয়ার সিরিজ, টুরিষ্টার সিরিজ, রিপোর্টার সিরিজ, রানার সিরিজ, উপন্যাস, টিভি নাটক, ধারাবাহিক টিভি নাটক এবং ছায়াছবির কাহিনী লেখাই যার অদম্য নেশা। আধুনিক বিজ্ঞানের আলোকে গবেষনা করে তিনি এসব লিখে বেশ সুনামও কুড়িয়েছেন। নানা প্রতিকুলতার মধ্যেও যিনি হাল ছাড়েননি। তার পরিকল্পনা ছিল ঢাকাতে রেজাউল একাডেমি গড়ে তুলে পরিচালনা করবেন। কিন্তু বিগত ১৯৮৭ সালের ২৭ মার্চ দিবাগত রাতে তার পিতা ইয়াদ আলী সরদার তার নিজ বাড়ি রাজবাড়ী জেলা শহরের বিলকিস স্বারনীর লক্ষীকোলে রহস্যজনকভাবে মারা যান। পরে রেজাউল পিতার মৃত্যুর পর স্বার্থান্বেষীদের চক্রান্তে পড়েন। তিনি হারান তার রাজবাড়ীর কাপড় বাজারের প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান, রাজবাড়ী শহরের ৩টি বাড়ী, কিছু জমি এবং কয়েক লক্ষ নগদ টাকা। এমন অবস্থায় তিনি ব্রেইন ষ্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহন করলেও উচ্চতর চিকিৎসা গ্রহন করতে পারেননি রেজাউল। এমন অবস্থায় অনেক দুঃখ কষ্টের মাঝেও তিনি হাল ছাড়েননি। বিভিন্ন ধরনের বই লেখার মাধ্যমে তিনি তার রচিত নিষ্পাপ শেখ রাসেল উপন্যাসটি প্রকাশ করে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মানুষের কাছে বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে এই প্রতিভাবান লেখকের শারিরীক অবস্থা ভাল নেই। বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ্য শরীরেই তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহে আলামীন গার্মেন্টসে কাজ করছেন। রেজাউল বলেন, ’আমি আমার প্রতিভা বিকাশের মাধ্যমে মানুষের মাঝে আনন্দ বিনোদন দিতে চাই। কিন্তু বর্তমানে আমি আর্থিক সংকট এবং নানা রোগে আক্রান্ত হয়ে গভীর দুর্দশার মধ্যে পড়ে আছি’। এমতাবস্থায় তার উচ্চতর চিকিৎসার প্রয়োজন। কিন্তু উচ্চতর চিকিৎসা গ্রহনের মত তার আর্থিক সামর্থ নেই। তিনি তার স্বপ্ন সাধনার বিভিন্ন ধরনের বই প্রকাশ, টিভি নাটক ও ছায়াছবি নির্মান করার জন্য এবং উচ্চতর চিকিৎসার জন্য দেশ ও বিদেশের দাতা ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের নিকট আর্থিক সাহায্য কামনা করেছেন।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা ঃ
বিকাশ নং-০১৭২০১৬০১৪৫ (পার্সোনাল) মোঃ আব্দুল আলিম, সঞ্চয়ী হিসাব নং-১১১৫০১০০০৮৭৭৪, রূপালী ব্যাংক লিমিটেড, রাজবাড়ী শাখা, রাজবাড়ী-৭৭০০, বাংলাদেশ। এছাড়া রেজাউল ইসলাম সরদার- লক্ষীকোল, বিলকিস স্বারনী, রাজবাড়ী-৭৭০০, বাংলাদেশ। ০১৭৩৬-৬৭৮৮২৯, ০১৯২৯-৩৮৩৬১৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
Leave a Reply