1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সমন্বিত পরীক্ষা সম্পন্ন দৌলতপুর সীমান্ত থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দৌলতপুরে পুরাতন ভবন ঘিরে গড়ে উঠেছে মাদকের হাট মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন খোকসায় সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত কুমারখালীতে অক্সিজেন লাগাতে দেরি, রোগীর স্বজনদের বিরুদ্ধে নার্সকে মারপিটের অভিযোগ কুমারখালীতে সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য কুষ্টিয়ায় জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এসপি খাইরুল আলম : সভ্যতার বিকাশ ও সমৃদ্ধ দেশ গড়তে সৃষ্টিশীল মানুষকে সম্মান করতে হবে ভেড়ামারায় আ.লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ২ দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিভাবান লেখক রেজাউল পাঠক আর দর্শকদের মাঝে পৌছে দিতে চান  তার লেখনিগুলো

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩১১ মোট ভিউ

নিজ সংবাদ ॥ রেজাউল ইসলাম সরদার। গবেষনামূলক গল্প, নাটক, কবিতা, সংকলন লেখা এবং ছায়াছবি নির্মানের নেশা যার। এ জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যিনি। কিন্তু আর্থিক  দৈন্যদশা আর সহযোগিতার অভাবে পাঠক আর দর্শকদের মাঝে পৌছে দিতে পারছে না  তার কাঙ্খিত লেখনিগুলো। তাই তিনি প্রয়োজন অনুভব করছেন সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা। রেজাউল ইসলাম সরদার রাজবাড়ী জেলা শহরের লক্ষিপোল বিলকিস স্মরনী মহল্লার পিতা ইয়াদ আলী সরদারের পরিবারে জন্ম গ্রহন করেন। তার পরিকল্পনা ছিল ঢাকাতে রেজাউল একাডেমি গড়ে তুলে পরিচালনা করবেন।  তৈরি করবেন দেশে অনেক প্রতিভাবান মুখ। এ লক্ষে চলতে থাকে তার বিভিন্ন লেখনি।  কিন্তু বিগত ১৯৮৭ সালের ২৭ মার্চ দিবাগত রাতে তার পিতা ইয়াদ আলী সরদার রহস্যজনকভাবে মারা যায়। পরে স্বার্থান্বেষীদের চক্রান্তে পড়ে তিনি হারিয়েছেন রাজবাড়ী কাপড় বাজারের তাদের ব্যবসা প্রতিষ্ঠান, রাজবাড়ী শহরের ৩ টি বাড়ী ও কিছু জমি এবং লক্ষ লক্ষ নগদ টাকা। সব হারিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। কিন্তু হাল ছাড়েননি রেজাউল। তার মননশীল লেখা অব্যাহত রাখেন। পরে চলে আসেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহে। কর্ম নেন পোড়াদহ পুরাতন বাজারের আল আমিন গার্মেন্টসে। কর্মের ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ধরনের বই  লেখা। যে নেশা এখনো যাকে আশা ও প্রত্যাশা জাগায়। কিন্তু প্রকৃতির খেলা তাকে বিপদগ্রস্থ করে। তবুও হাল না ছাড়া মানুষ রেজাউল। অন্যের প্রতিষ্ঠানে কর্ম করে আর্থিক দৈন্যদশার মধ্যেও প্রকাশ করেছেন “নিষ্পাপ শেখ রাসেল” বইটি। এছাড়া কঠোর পরিশ্রমের মাধ্যমে গবেষনা করে লিখেছেন- কবিতা সংকলনঃ কবিতা কথা কয়, গল্প সংকলনঃ মনে থাকবে চিরদিন। সংগীতের গানের সংকলন যেমন অনির্বান, ঝংকার, আরাধনা, অনুরাগ, উপহার, গাজীয়ার। সিরিজঃ কাজরী কোবরা, নাগ পঞ্চমী, বেদের মেয়ে, গায়ের বধূ। টুরিষ্টার সিরিজঃ দি ওয়াল্ড ট্রেড সেন্টার, দি নাইট কুইন, দি ব¬াক বার্ড, দি রেড হর্স, দি স্টপ জেনোসাইড, দি নাইট ক্লাব, দি লাস্ট সাপার, দি লাভ লেটার, দি ক্রাইম রিপোটার, দি গ্রীনল্যান্ড, দি বিউটি কুইন, দি গোল্ড ষ্টার, দি লেফট টাউন, দি আউট গেস্ট, দি নিউ পিকচার, দি মিড নাইট, দি সুইট ডার্লিং, দি সাইলেন্ট টাইম, দি ব¬াক ডায়মন্ড।  রিপোর্টার সিরিজঃ ঝাঁজ, লাশ, রক্ত,  বৌদি। রানার সিরিজঃ দস্যু রানার, কেয়ার কবর, পুলিশ সুপার। উপন্যাসঃ একুশে ফেব্র“য়ারী , রক্ত দিয়ে গেলাম, আমি বিজয় দেখেছি, বঙ্গবন্ধুর স্বপ্ন, নিস্পাপ শেখ রাসেল, রক্তাত্ব বাংলা, আমার জীবনে প্রেম, মদিনার গোলাপ, বাগদাদের গোলাপ, পবিত্র হৃদয়, শেষ ভালবাসা, সমাজ থেকে নেওয়া, এ বাধন ছিড়ে যেওনা, বিয়ের সিঁদুর নাও, সিঁদুর দিয়ে গেলাম, বিষাক্ত  গোলাপ, রতœা আমার রতœা, দক্ষিনেস্বর মন্দির, বিজয় দশমী, মৃত্যুর স্বাদ, মন দিয়েছি  তোমায়, এর নাম প্রেম, মনের মাঝে তুমি, মনের রঙে রাঙাব, কষ্টে বুক বেধেছি। টিভি নাটকঃ আমাদের বঙ্গবন্ধু, আমাদের সংগ্রাম, কাশবনের কন্যা, বাংলা মায়ের সন্তান, পদ্মা নদীর চর, রাজনীতির রঙ্গমঞ্চ, আজকের বাংলাদেশ, আমি পাশে থাকব, স্বপ্ন ভেঙ্গে গেছে, ভুলের বালু চর, জীবনের আশা, মধুপুরের বধু। ধারাবাহিক টিভি নাটকঃ রাষ্ট্রভাষা বাংলা চাই, রক্তের দাগ মুছে দিওনা, বিজলী, পরী কথা কয়, আমি তোমার বধু, ক্রাইম রিপোর্টার, কখন ছুটি হবে, চোখ দিয়ে দেখ। ছায়াছবির কাহিনীঃ একুশে ফেব্র“য়ারী, রক্ত দিয়ে গেলাম, বঙ্গবন্ধুর স্বপ্ন, নিস্পাপ শেখ রাসেল, আমার নাম সাবেরা, মন দেব কি দেব না, সমাজ থেকে বঞ্চিত, বাচ্চু মাস্তান, ফুলের মত জীবন, মন যে মানে না, আমি ধন্য হয়েছি, গয়া বাইদার  প্রেম, বেদের মেয়ে সুন্দরী, মৃত্যুর দুয়ারে প্রেম, পরী কথা কয়, মন দিয়েছি তোমায়, তুমি যে আমার, প্রিয়াঙ্কা, রানা ঘাটে পরিচয়, আমার নাম সালমা এবং নোভেল করোনা ভাইরাসসহ বিভিন্ন লেখনী। রেজাউল ইসলাম সরদার বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট গত ১২-০১-২০২১ইং তারিখে তার রচিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’, ‘নিস্পাপ শেখ রাসেল’, ‘একুশে ফেব্র“য়ারী ’, ‘রক্ত দিয়ে গেলাম’ নামে ছায়াছবি নির্মানের প্রত্যাশায় আর্থিক অনুদানের জন্য ডাকযোগে  আবেদন পাঠিয়েছি।  এছাড়া চলতি বছরের ২২ ফেব্র“য়ারী রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের জন্য আবেদন করেছেন এবং গত ২২-০২-২১ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে ‘আমাদের বঙ্গবন্ধু ’ টিভি নাটক নির্মানের জন্য আবেদন করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন, নিস্পাপ শেখ রাসেল, একুশে  ফেব্র“য়ারি, রক্ত দিয়ে গেলাম, উপন্যাস আকারে প্রকাশ  করার প্রত্যাশায় অনুদানের জন্য আবেদন করেছেন। তিনি আশা করেন, জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনুদান প্রদান করবেন। তিনি তার স্বপ্ন সাধনার বিভিন্ন ধরনের বই প্রকাশ, টিভি নাটক ও ছায়াছবি নির্মাণ করার জন্য দেশ ও বিদেশের দাতাব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সাহায্যের আবেদন করেন। তাকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ নং-০১৭২০১৬০১৪৫ (পার্সোনাল),  মোঃ আব্দুল আলিম, সঞ্চয়ী হিসাব নং-১১১৫০১০০০৮৭৭৪, রূপালী ব্যাংক লিমিটেড, রাজবাড়ী শাখা, রাজবাড়ী-৭৭০০, বাংলাদেশ। এছাড়া রেজাউল ইসলাম সরদারের ০১৭৩৬-৬৭৮৮২৯, ০১৯২৯-৩৮৩৬১৯ নম্বরে যোগাযোগের জন্য আহবান করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page