1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ উপায়ে পানের বালাই দমন মাশউক এর উদ্দ্যোগে কুমারখালী উপজেলার প্রকল্প এলাকায় বিনামুল্যে “সনোফিল্টার” বিতরণ কুষ্টিয়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্ততি সভা অনুষ্ঠিত ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতপুরে ফসলি জমির মাটি কেটে অবৈধ ইটভাটায় সরবরাহের অপরাধে একজনের ৩ মাসের কারাদন্ড কুষ্টিয়ায় চালকলের দূষিত বর্জ্যে হুমকিতে পরিবেশ রাষ্ট্রীয় মর্যাদায় বীর বটতৈল ইউপি আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক’র দাফন সম্পন্ন জিয়া ও আক্তারের তান্ডবে অশান্ত কুষ্টিয়ার হরিপুর দৌলতপুরে ফেনসিডিলসহ আটক-৩

প্রথমবার একসঙ্গে শন ও তার মেয়ে ডিলান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৮২ মোট ভিউ
CANNES, FRANCE - JULY 10: Katheryn Winnick, Sean Penn and Dylan Penn attend the "Flag Day" screening during the 74th annual Cannes Film Festival on July 10, 2021 in Cannes, France. (Photo by Vittorio Zunino Celotto/Getty Images for Kering)

 

বিনোদন প্রতিবেদক ॥ যাদের ঘিরে তুমুল উন্মাদনা ছড়ায়, কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে তেমন তারকার বড্ড অভাব। করোনা মহামারির কারণেই হয়তো এমন চিত্র। হাতেগোনা যে ক’জন হেভিওয়েট তারকা এবার কানসৈকতে এসেছেন, শন পেন ও ম্যাট ডেমন তাদের অন্যতম। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘ফ্ল্যাগ ডে’ ছবিতে আরেকটু হলেই একসঙ্গে কাজ করা হতো হলিউডের এই দুই তারকার। ২০১৪ সালে প্রকাশিত সাংবাদিক জেনিফার ভগেলের স্মৃতিগ্রন্থ “ফ্লিম-ফ্ল্যাম ম্যান: দ্য ট্রু স্টোরি অব মাই ফাদার’স কাউন্টারফেট লাইফ” অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে। অস্কারজয়ী শন পেন গত ১১ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে এসে জানান, চিত্রনাট্য পড়ার সময়ই জেনিফার চরিত্রে ডিলান পেনের মুখ ভেসে উঠেছিলো তার সামনে। কিন্তু জেনিফারের বাবার চরিত্রে নিজেকে ভাবেননি তিনি। শুধু পরিচালকের আসনেই বসবেন ভেবেছিলেন। ছবিটিতে প্রথমবার শন পেন ও তার মেয়ে ডিলান পেন একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু সুযোগটা প্রায় হাতছাড়া করে ফেলছিলেন শন পেন। তিনি বলেন, ‘জন ভগেল চরিত্রে অভিনয় করবো না বলে সবশেষ চেষ্টা থেকে দৃশ্যধারণ শুরুর প্রায় দেড় মাস আগে চিত্রনাট্যটি ম্যাট ডেমনকে পাঠিয়েছিলাম। সে আমাকে ফোন করলো। ছবিটি করবে বা করতে পারবে না জানাতে নয়, বরং সে বললোÑ তুমি এই চরিত্রে কাজ করতে না চাওয়া একটা বোকা লোক!’ ছবিটিতে সত্যিকারের হুইলার ব্যবসায়ী জন ভগেল চরিত্রে অভিনয় করেছেন শন পেন। ব্যাংক ডাকাত ও সাধারণ মানুষ হিসেবে দ্বৈত জীবনযাপন করেন তিনি। এতে আরও অভিনয় করেছেন ক্যাথেরিন উইনিক, জশ ব্রোলিন, মাইলস টেলার, এডি মারসান। ডিলানের ভাই হপার জ্যাক পেন অভিনয় করেছেন জেনিফারের ভাইয়ের চরিত্রে। অর্থাৎ বাস্তবের বাবা এবং ভাইবোন পর্দাতেও একই ভূমিকায় হাজির হয়েছেন প্রথমবার। শুধু তাদের মা রবিন রাইট নেই ছবিটিতে। তার সঙ্গে শন পেনের বিয়েবিচ্ছেদ হয় ২০১০ সালে। পালে দে ফেস্টিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১০ জুলাই শন পেন পরিচালিত ‘ফ্ল্যাগ ডে’র উদ্বোধনী প্রদর্শনী হয়। পরদিন সকালে একই প্রেক্ষাগৃহে এবং রাতে সাল দ্যু সোসানতিয়েমে আবার ছবিটি দেখানো হয়েছে। শন পেন পরিচালিত ‘দ্য লাস্ট ফেস’ ২০১৬ সালে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ছিলো। পাঁচ বছর পর ফের পরিচালকের আসনে পাওয়া গেলো তাকে। এ ছাড়া অভিনয় তো করেছেনই ৬০ বছর বয়সী এই তারকা। ২০০১ সালে ‘দ্য প্লেজ’ ছবির মাধ্যমে ৫৪তম কানে প্রথমবার স্বর্ণ পামের জন্য লড়েন তিনি। করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় পর গত ৬ জুলাই থেকে হচ্ছে এবারের কান উৎসব। আমেরিকায় কোভিড-১৯ পরীক্ষা ও টিকাদান কর্মসূচি আয়োজন করে মানবকল্যাণে এগিয়ে এসেছেন শন পেন। সংবাদ সম্মেলনে উঠে এলো এই বিষয়টিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page