শরীফুল ইসলাম ॥ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একাই একশো। আপনারা রাজনীতি করছেন, মিটিং মিছিল করছেন কিন্তু কোন বেআইনি কর্মকান্ড করলে তা মেনে নেয়া হবেনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তি করার ধৃষ্টতা দেখিয়েছেন এরজন্য আপনাদের জাতির সামনে ক্ষমা চাইতে হবে, তা নাহলে আওয়ামী লীগ তার জবাব দিবে। এমপি বাদশাহ্ সংগঠনকে শক্তিসালী ও দৌলতপুর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭১’র পরাজিত শক্ররা প্রস্তুতি নিচ্ছে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। এরজন্য আমাদের ঐক্যের বিকল্প নেই। গতকাল শনিবার দৌলতপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এমপি বাদশাহ্ এসব কথা বলেন। বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তি করার প্রতিবাদে দৌলতপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতপুর থানা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলি দেওয়ান, দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমানসহ দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।
Leave a Reply