আলমডাঙ্গা অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেল ৪টা দিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগর দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপরে আলিফ রোডের মোড়ে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সাবেক যুবলীগ নেতা শাহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার প্রমুখ। সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ডের ও ১৫টি ইউনিয়নের কয়েক হাজার নেতা কর্মি উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।
Leave a Reply