কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশয়াড়া গ্রামে প্রভাষক এজাজ ইকবাল ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় একই এলাকার হতদরিদ্র রাজ্জাকের পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- রাজ্জাকের স্ত্রী সাজেদা খাতুন (৪৫), বড় ছেলে সাজমুল ইসলাম (৩০) ও মেজো ছেলে নাজমুল (২৫)। এদিকে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে রাজ্জাকের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে বিবাদী এজাজ ইকবাল (৪০), এনামুল হোসেন (৪০), হান্নান (৩৮) সর্ব সাং- মনোহরপুর (নন্দলালপুর ইউনিয়ন), থানা- কুমারখালী, জেলা কুষ্টিয়াগণসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় মূল অভিযুক্ত এজাজ ইকবাল কয়া কলেজের প্রভাষক হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন বলে জানা গেছে। অভিযোগের বরাত দিয়ে জানা যায়, বাদীর বাড়ী সংলগ্ন জলাশয়ে বিবাদীগণ মাছের চাষ করে। মাছের চাষের কারণে বসতবাড়ি বসতবাড়ী ভেঙ্গে যাচ্ছে। বাদী এই বিষয়টি বিবাদীদের বললে, বিবাদীগণ ১৪ই সেপ্টেম্বর সকালে বাদীর বাড়ীর সম্মুখে এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করা মাত্র তারা বাদীকে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। সেসময় বাদীর বড় ছেলে সাজমুল ও মেজো ছেলে নাজমুল তাদের মাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারপিট করে বিবাদীগন। তাছাড়া তারা বাদীর ঘরবাড়ী ভাংচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করা সহ ঘরের বিছানার নিচে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন জানান, বিষয়টি তিনি শুনেছেন। অবশ্যই অন্যায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। এই ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply