ঢাকা অফিস ॥ বর্তমান করোনা পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে প্রেস ব্রিফিং ডেকে অনিবার্য কারণে তা স্থগিত করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং ডেকেছিলেন তিনি। গত সোমবার রাত সাড়ে নয়টায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে প্রেস ব্রিফিং এর কথা জানিয়ে অনুষ্ঠানটি কাভারেজ-এর জন্য বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে ইমেইল করেন। বর্তমান করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুজনিত পরিস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে জরুরি তথ্য-উপাত্ত জানা যাবে, এমনটা ভেবে গণমাধ্যমকর্মীদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে উপস্থিত হন। কিন্তু ১১টার কিছুক্ষণ পর মাইদুল ইসলাম প্রধান আবারও জানান, অনিবার্য কারণে প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রেস ব্রিফিং ডাকা ও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করাকে অনেকেই ‘মন্ত্রীর হেঁয়ালিপনা’ বলে মন্তব্য করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply