ঢাকা অফিস ॥ ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারের পাশ্বর্প্রতিক্রিয়া হিসেবে হৃদ প্রদাহের ঝুঁকির বিষয়টি নির্দেশিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি জানায়, টিকা গুলোর ২য় ডোজ নেয়ার পর কিছু ক্ষেত্রে এই উপসর্গগুলো দেখা দেয়ার ঝুঁকি রয়েছে। এখন পর্যন্ত এই দুধরনের অন্তত ৩০ কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ১১ জুন পর্যন্ত ১২শ’র বেশি টিকা গ্রহীতার মধ্যে উপসর্গগুলো দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ৩শ’র বেশি মানুষকে। এ ধরনের ঘটনায় ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করছে কয়েকটি দেশ।
You cannot copy content of this page
Leave a Reply