1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে জয় চায় নিউজিল্যান্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

ক্রীড়া প্রতিবেদক ॥ আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে কিউইরা। ইতোমধ্যে ১টি ড্র’তে শেষ করেছে। বৃহস্পতিবার থেকে বার্মিংহামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ফাইনালের আগের টেস্টে জয়ের স্বাদ নিতে মরিয়া নিউজিল্যান্ড। জয়ের তকমা সাথে নিয়ে ফাইনাল খেলতে চায় কিউইরা। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিতে চায় ইংল্যান্ড। বিকেল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ ছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লড়াই। তবে ফাইনালের দুই দল আগেই নির্ধারিত হয়ে যাওয়ায়, এই সিরিজের গুরুত্ব খুবই কম ছিলো। কিন্তু নিউজিল্যান্ডের কাছে সিরিজ গুরুত্ব বহন করেছে আকাশ-সমান। কারণ দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড। ফাইনালের আগে নিজেদের প্রস্তুত করার মোক্ষম সুযোগ পেয়েছে কিউইরা। বৃষ্টিবিঘিœত লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। বৃষ্টির কারণে পুরো একদিন মাঠেই নামতে পারেনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ড্র হওয়া ম্যাচের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে অভিষেক টেস্ট ২শ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। নিজেদের প্রথম ইনিংসে ররি বার্নসের ১৩২ রানের কল্যাণে ২৭৫ রান পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড। বল হাতে ৪৩ রানে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এরপর ৬ উইকেটে ১৬৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে কিউইরা। এতে ম্যাচ জিততে শেষ দিনে ২৭৩ রানের টার্গেট পায় ইংল্যান্ড। কিন্তু ৩ উইকেটে ১৭০ রান করে ম্যাচ ড্র করে ইংলিশরা। জয় না পেলেও, প্রথম টেস্টে দলের পারফরমেন্সে খুশী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তবে ফাইনালের আগের টেস্টে জয় পেতে মুখিয়ে আছেন তিনি, ‘প্রথম টেস্ট ড্র হয়েছে। তবে ঐ টেস্টে অনেকগুলো ইতিবাচক দিক ছিলো। কনওয়ের সেঞ্চুরি, সাউদির বোলিং পারফরমেন্স। প্রথম ইনিংসে লিডও বড় অর্জন ছিলো। আশা করি, বার্মিংহামেও দল ভালো করবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে একটি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। তাই ফাইনালের আগে জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। এতে ফাইনালে সেরা উদ্যমে নামতে পারবে ছেলেরা।’ ফাইনাল নিয়ে চিন্তার ভাঁজ না থাকলেও, সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচে জয় চায় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। প্রথম টেস্ট ড্র হলেও, সিরিজ জয়ের সুযোগ এখনো আছে। শেষ টেস্ট জিতে আমরা সিরিজ জিততে চাই।’ এদিকে, আঙ্গুলে ইনজুরির কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। শেষ টেস্টে অনিশ্চিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। লর্ডসে প্রথম টেস্টে কনুইয়ের ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক। এ ব্যাপারে কোচ স্টিড বলেন, ‘কনুইয়ের ইনজুরি ভোগাচ্ছে তাকে। তার খেলা নিয়ে সংশয় রয়েছে।’ দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে আরেক পেসার ট্রেন্ট বোল্টকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে এসেছিলেন তিনি। কিন্তু তার কোয়ারেন্টাইন পর্ব শিথিল করায় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে বোল্টের। ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেসন এন্ডারসন, ডম বেস, স্যাম বিলিংস, জেমস ব্রেসি (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, ওলি পপ, ওলি স্টোন ও মার্ক উড। নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, আয়াজ প্যাটেল, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com