গাংনী প্রতিনিধি ॥ ফিলিস্তিনের অধিকৃত ও জেরুজালেমের অবৈধ দখলদার ইসরাইলিদের হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করে গাংনী সচেতন সমাজ। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোহাম্মদ মহসিন আলী। মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাংনী আনছারিয়া এলেম বিশ^বিদ্যালয়ের পরিচালক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সমাজ সেবক হাজী মোহাম্মদ আলফাজ উদ্দীন,গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমীন,সাংবাদিক এ সিদ্দিকী শাহিন, ফিরোজ আহম্মেদ মাস্টার প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, বিএনপি নেতা মকবুল হোসেন মেঘলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষ। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ফিলিস্তিনে হামলা ও হত্যাকান্ড বন্ধ না হলে,ইসরাইলি সকল পণ্য বর্জন করবো ও তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
You cannot copy content of this page
Leave a Reply