নিজ সংবাদ ॥ ফিলিস্তিনীতে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার সকালে শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি বের করেন জামায়াতের কয়েকশ নেতাকর্মী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল বের করার পর থেকে জামায়াত নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার চার থানায় অভিযান চালিয়ে জামায়াতের ২৪ ও বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
জেলা জামায়াতের একটি সুত্র জানায়, বুধবার সকালে শহরের বড় বাজার এলাকা থেকে কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পর থেকে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দেয়। পুলিশের ভয়ে নেতাকর্মীরা বাড়ি ছাড়া হয়েছে। গত ২৪ ঘন্টায় পুলিশ জামায়াতের ২৪জন নেতাকর্মীকে আটক করেছে। এদের মধ্যে ইবি থানা এলাকায় নাশকতার ষড়যন্ত্রের নতুন একটি মামলায় ১৬জনকে আটক করে। সদর থানার পুরাতন একটি মামলার ৭জনকে আটক করা হয়। দৌলতপুর থানার পুরাতন একটি মামলায় ৩জনকে আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলার ৩জনকে আটক করা হয়। এরা হলেন মিরপুর উপজেলা আমীর জুমারত আলী ও সাধারন সম্পাদক শাহ আক্তার মামুনসহ ৩জন। মিরপুর থানার আটক এই ৩জনকে আদালতে নেয়া হয়নি। আটককৃত বাকি ২১জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে আনা হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আটককৃতদের মধ্যে অনেকেই ঐ দিনের বিক্ষোভ মিছিলে অংশ নেয়নি বলে জানান পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ বিভিন্ন স্থান থেকে বিএনপি সমর্থিত ৫জনকে আটক করে আদালতে আনা হলে বিচারক তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেম দেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ইবি থানার ঝাউদিয়া বল ফিল্ডের পাশে নাশকতা সংগঠিত করতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৬জনকে আটক করেছে। তাদের সকলকে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।