ঢাকা অফিস ॥ ফিলিস্তিনের রামাল্লায় বিক্ষোভকারীদের সামলা দিতে নিরাপত্তাবাহিনী নামিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচক নিজার বানাত মারা যাওয়ার পরই শুরু হয়েছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করার সময় নির্মমভাবে পেটানো হয়েছিল। পরে তিনি বাহিনীর হেফাজতে মারা যান। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার ফিলিস্তিনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের মারধর করেছেন। এ সময় টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এমনকি সাংবাদিকদেরও আক্রমণ করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কতজন আহত ও আটক হয়েছেন তা সরকারিভাবে জানানো হয়নি। ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তালাল দ্বিওয়াত জানিয়েছেন, বানাতের মৃত্যুর তদন্তকারী কমিটি কাজ শুরু করেছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে। তবে শনিবারের সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
You cannot copy content of this page
Leave a Reply