1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন

ফের একসঙ্গে দীপন-সুমন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫৩ মোট ভিউ

 

বিনোদন প্রতিবেদক ॥ নির্মাতা দীপংকর দীপন ও অভিনেতা এবিএম সুমনের প্রথম সংযোগ ঘটে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। এতে অভিনয়ের মাধ্যমে সুমন সবার নজর কাড়েন। আর নির্মাতা হিসেবে দীপনের ছিল অভিষেক। প্রথম ও সফল যাত্রার পর আবারও এক হলেন দীপন-সুমন। দীপনের পরিচালনায় দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’-এ যুক্ত হলেন এবিএম সুমন। ৩০ জুন সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে এবিএম সুমনের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল-এর প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু। আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অন্তর্জাল’। এবিএম সুমন এই চলচ্চিত্রে অভিনয় করবেন সিআইডির ফিনটেক সাইবার ক্রাইমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হান চরিত্রে। প্রতিবছর সারাবিশ্বে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যের ফিনটেক সাইবার ক্রাইম সংগঠিত হয়। বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি ফিনটেকসংশ্লিষ্ট নানান সাইবার ক্রাইমের রহস্য ও অপরাধ দমনে কাজ করছে। সিআইডি একদিকে প্রযুক্তিগত দক্ষতা আর অন্যদিকে আইনগত পদক্ষেপের মাধ্যমে আর্থিক সাইবার ক্রাইম, এআই নির্ভর আর্থিক অপরাধ, বিগ ডেটা, ব্লকচেইন নির্ভর বিভিন্ন ফিনটেক সাইবার অপরাধের রহস্য সমাধান করছে। এবিএম সুমনকে এমনই একটি প্রেক্ষিতে ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে দেখা যাবে। এই সিনেমায় তাকে বিদ্যা সিনহা মীমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাইবার আক্রমণ থেকে দেশকে রক্ষায় কাজ করতে দেখা যাবে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট)-এর সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসাবে কাজ করছেন। সুমন বলেন, ‘‘দীপন দাদার ‘ঢাকা অ্যাটাক’ আমার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। তার ভিশন খুব পরিষ্কার এবং যে কোনও কাজের জন্য তার অভিনয়শিল্পীদের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি হয়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে দারুণ কিছু জানার সুযোগ করে দেয়। সেই সাথে এই ছবির চরিত্রটি আমার খুব ভালো লেগেছে।’’ দীপংকর দীপন বলেন, ‘সুমন আমার খুব পছন্দের শিল্পী। যে কোনও চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পারেন। সুমনের অভিনয়দক্ষতা ও পরিশ্রমের জন্য এই সিনেমার শৈল্পিক দিকটি অনেক সমৃদ্ধ হলো।’ ইতোমধ্যে এই চলচ্চিত্রের জন্য আরও চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল।  উল্লেখ্য, গত ২৬ ফেব্র“য়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। ‘অন্তর্জাল’ ছবিটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page