ঢাকা অফিস ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৮তম বিসিএস’র বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৬ জন ডিআইজি। গতকাল শুক্রবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সদ্য পদোন্নতিপ্রাপ্তরা। এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো. মোজাম্মেল হক, মাহফুজুর রহমান, মো. রেজাউল হক, মো. মনির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. ইলিয়াছ শরীফ, নুরে আলম মিনা, মো. আনিচুর রহমানসহ ১৬ নতুন পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply