পাংশা প্রতিনিধি ॥ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাই-সাইকেলে চড়ে রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ও জাতির পিতার এ স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল (শ্রীপুর) হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়। এই র্যালিতে সকলশ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এমপি সালমা চৌধুরী রুমা, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পুত্র ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রাণী সাহা, জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে রাজবাড়ীতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Leave a Reply