নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এএফএম আমিনুল হক রতন বলেন জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী দিনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এসময় তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় আসার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সন্ত্রাসবাদ চিরস্থায়ীভাবে বন্ধ হয়েছে। এই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাইজাল শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোছাব মন্ডল, আবেদ মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply