ঢাকা অফিস ॥ কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় বিশেষ পুলিশের সাবেক এক কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাতে পুলওয়ামা জেলার অবন্তিপোরায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তার মেয়ে গুরুতর আহত হয়। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্পেশাল পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এর আগে রোববার সকালে জম্মু বিমানবন্দরে বিমান বাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলায় দুই কর্মকর্তা আহত হন।
You cannot copy content of this page
Leave a Reply