ঢাকা অফিস ॥ করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশি যাত্রী প্রবেশে কঠোর হচ্ছে বিভিন্ন দেশ। ইতোমধ্যেই মালয়েশিয়া বাংলাদেশি যাত্রী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আরও বেশকিছু দেশ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছে। এছাড়া কাতার ও বাহরাইন বাংলাদেশি যাত্রীদের সেদেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদের মেয়াদ কমিয়ে দিয়েছে। আগে ৭২ ঘণ্টা আগে টেস্ট করা করোনা নেগেটিভ সনদ গ্রহণ করলেও এখন তারা নতুন করে ৪৮ ঘণ্টা আগে করা করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ ছাড়া দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা (সহকারী পরিচালক) ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন দেশ করোনার সংক্রমণরোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশেরও কিছু সংখ্যক দেশের যাত্রী প্রবেশের ক্ষেত্রে কঠোর হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ ডা. শাহরিয়ার সাজ্জাদ নেপালের কথা উল্লেখ করে বলেন, নেপালে করোনা সংক্রমণের হার বাংলাদেশের চেয়েও খারাপ। এ ক্ষেত্রে তাদের ব্যাপারে নতুন করে চিন্তা-ভাবনা করা উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
You cannot copy content of this page
Leave a Reply