ঢাকা অফিস ॥ গুগল, অ্যামাজন, ফেসবুকের পর সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবার বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে। এর আগে চলতি বছরের ২৩ মে গুগল এবং ২৭ মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন। ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে। মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড এসোসিয়েটস।
You cannot copy content of this page
Leave a Reply