বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার বিকেলে স্বপ্ননীড় ব্লুফটপ রেস্টুরেন্টের তিনতলায় জাঁকজমকপূর্ণভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। বাংলাদেশ অনলাইন উদ্যোক্তা উন্নয়ন সংস্থা বাউস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক প্রখ্যাত সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা রুকসানা মনিরুজ্জামান, কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার শামস তানিম মুক্তি। কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হক খান ও বাংলাদেশ বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা কুষ্টিয়া জোনের মডারেটর রুকাইয়া খানম দৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থাপক উপস্থিত ছিলেন আদিত্য সোহাগ, শারমিন রাশেদ সোমা, হৃদয় হাসান সোহাগ, সাইফুল ইসলাম পারভেজ, নিজামুল হক রিমন, গিয়াস উদ্দিন শুভ ও তাসনিমুল হাসিব শাফিন। আলোচনা শেষে জন্মদিনের বিশাল কেক কেটে প্রতিষ্ঠানটির শুভকামনা কামনা করা হয়। সবশেষে অতিথি শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ বিক্রেতাসহ মডারেটরদের স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় ৪৭ হাজার সদস্য এই অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে উপভোগ করেন। উদ্যোক্তারা বলেন সরকার আমাদের সহযোগিতা করলে আমরাও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ তারা বলেন পণ্যের গুণগত মান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। উদ্যোক্তারা আরো বলেন আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করুন বেকারত্ব মুক্ত হতে অগ্রণী ভূমিকা পালন করুন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান বলেন- বেকারত্ব দেশের বেকারত্ব ঘুচিয়ে উন্নয়নের চাকা সচল করতে বাউসের ভূমিকা অপরিসীম। মানসম্পন্ন পণ্য এবং এবং বিষমুক্ত খাদ্য সরবরাহ করার জন্য অনুরোধ করেন। তিনি সর্বপ্রকার সহায়তার জন্য আশ্বাস দেন। অনলাইন গ্র“পটিকে সার্বিক সহযোগিতা করেন মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply