ক্রীড়া প্রতিবেদক \ বাংলাদেশকে দুই টেস্টে আতিথেয়তা দিয়ে এবার শ্রীলঙ্কা আসছে। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ম্যাচ তারা খেলবে এই সফরে। আগামী ১৬ মে থেকে দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে লঙ্কানরা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের চূড়ান্ত দিনক্ষণ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। শুরু হবে তিন দিনের কোয়ারেন্টাইন, যা শেষ হবে ১৮ মে। ১৯ ও ২০ মে বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দুই দিনের অনুশীলন করবে সফরকারীরা। পরের দিন বিকেএসপিতে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামার আগের দিনও অনুশীলনের সুযোগ পাবে লঙ্কানরা। পরের দুটি ওয়ানডের মধ্যে থাকছে দুই দিনের বিরতি। ২৫ ও ২৮ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ২৯ মে দেশের উদ্দেশে রওনা হবে শ্রীলঙ্কা দল। এর আগে বাংলাদেশ ক্যান্ডিতে দুটি টেস্ট খেলে এসেছে। যেই সিরিজ তারা শেষ করেছে ১-০ ব্যবধানে হেরে। এবার ঘুরে দাঁড়িয়ে ওই যন্ত্রণা দূর করার পালা।
You cannot copy content of this page
Leave a Reply