ক্রীড়া প্রতিবেদক ॥ দেশি মার্কেটিং এজেন্সি ব্যানটেক ২০২১-২০২৩ সালের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। এসময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে প্রায় ১৬১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। গত মাসে বোর্ড কর্তৃক নির্ধারিত ১৯ মিলিয়ন ডলার অফার মূল্যে সংস্থাটি এই বিডটি জিতেছে। আগামী সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। চুক্তির আওতায় এটিই হবে ঘরের মাঠে প্রথম সিরিজ। গাজী টিভি এবং টি-স্পোর্টস এই ম্যাচগুলো প্রচার করবে। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে বর্তমানে ঢাকায় রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
You cannot copy content of this page
Leave a Reply