ক্রীড়া প্রতিবেদক ॥ র্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ৩ দিন বাকি। এরপরেই মুক্ত হয়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আগামী বুধবার শেষ হবে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ। আগে থেকেই তার সঙ্গে চুক্তি নবায়নে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ বার্সা কর্তৃপক্ষ। আগামী মাস শুরুর আগেই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে কাতালান ক্লাবটি মরিয়া হয়ে আছে। যদিও এখন পর্যন্ত দুই পক্ষের মতৈক্য হয়নি। বিবিসি জানিয়েছে, রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার কি বার্সেলোনায় থাকবেন, থাকলেও কী ধরনের চুক্তিতে থাকবেন না-কি চলে যাবেন- এ মুহূর্তে কোনো সিদ্ধান্তই হয়নি। তবে বার্সেলোনা সমর্থকদের কেউই হয়তো আর্জেন্টাইন তারকাকে অন্যকোনো জার্সিতে দেখতে চান না। সবাই চান মেসি বার্সায় থেকে যান। কারণ বয়স বাড়লেও বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা মেসি মাঠে আগের মতোই কার্যকর। গত লিগ মৌসুমেও সর্বোচ্চ ৩০ গোল করেছেন। বার্সেলোনার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা জোর চেষ্টা চালাচ্ছেন মেসিকে রাজি করাতে। তিনি নাকি সার্জিও আগুয়েরোকে দিয়েও মেসিকে বোঝানোর চেষ্টা করছেন। ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল ৩৪ বছর বয়সী ফুটবলারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। মেসিকে ধরে রাখতে শুধু তাকে রাজি করালেই হবে না, বেতন কমানো সম্পর্কেও রাজি করাতে হবে। কারণ বার্সেলোনার মোট দেনার পরিমাণ এখন ১২০ কোটি ইউরোর কাছাকাছি!