আমলা অফিস ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাস ও জঙ্গী হামলার অপরাধীদের দমন করা মানে রাজনৈতিক নির্যাতন না বা বিরোধী দলকে ধ্বংস করা না। আগুন সন্ত্রাস ও জঙ্গী হামলার সাথে জড়িত সকল অপরাধী, তিনি যে পরিচয়ে থাকুক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। অভিযোগ করার আগে বিএনপি নেতাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, দলটির অনেক নেতাই আগুন সন্ত্রাসের প্রত্যক্ষ নেতৃত্ব প্রদান করেছেন।
বিএনপির অনেক নেতাই প্রত্যক্ষ পরোক্ষভাবে জঙ্গী সন্ত্রাসের অপরাধের সাথে জড়িত আছে। মানুষ পোড়ানোর গন্ধ যার যার গায়ে আছে তাদেরকে করাগারে থাকতে হবে জানিয়ে ইনু আরো বলেন, মানুষ পোড়ানোর গন্ধ গায়ে মেখে এখন গায়ে আতর মেখে ভোল পাল্টে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাস্ত করবে না। যার দেশের রাজনীতি তার তার। ভিন দেশের কায়দায় এদেশে কিছু করা যাবে না বলেও হুশিয়ারী দেন ইনু। গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রী কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এতে মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল মজিদের সভাপতিত্বে এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল করিম, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মেদ, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, মিরপুর পৌর জাসদের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক সালাউদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি দিনব্যাপী মিরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন।
Leave a Reply