দৌলতপুর প্রতিনিধি ॥ বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ঢাকার উত্তরার বাসায় স্বাক্ষাত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক যুগ্মসাধারণ সম্পদক ও কেন্দ্রীয় নেতা এ্যাড. রমজান আলীসহ দৌলতপুর বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল জানান, বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরে সাথে সৌজন্য স্বাক্ষাতকালে দৌলতপুর বিএনপি’র চলমান রাজনৈতিক অবস্থা, দৌলতপুর বিএনপি’র কমিটি ও অঙ্গসংগঠনের কমিটি বা পকেট কমিটির বিষয়, বিগত সময়ে নৌকার পক্ষে ভোট করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে তিনি উল্লেন করেন।
You cannot copy content of this page
Leave a Reply