ঢাকা অফিস ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফাইজারের করোন টিকা প্রদান শুরু হয়েছে। প্রথমদিন গতকাল শনিবার এখানে চার শতাধিক টিকা দেয়া হয়। এই কেন্দ্রের পাশাপাশি আরও সাতটি কেন্দ্রে গতকাল শনিবার ফাইজারের টিকা দেয়া হয় বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, ফাইজারের টিকা নেয়ার জন্য মানুষের আগ্রহ অনেক। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টিকা নেয়ার জন্য অপেক্ষা করছেন। বিএসএমএমইউয়ের দুটি বুথে একসঙ্গে চারজন করে গ্রহীতাকে টিকা দেয়া হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। সেখানে টিকা নেয়ার পর বৃদ্ধা রেবেকা বেগম বলেন, ৮০ বছর বয়সে একটি ভালো মানের টিকা পেয়েছি। এজন্য সরকারকে ধন্যবাদ। টিকা নেয়ার পর কোনো ধরনের সমস্যা অনুভব করছি না। বিএসএমএমইউয়ের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, আমাদের ৪০০ জনকে টিকা দেয়ার টার্গেট রয়েছে। কিছু বেশি হলেও দেয়া হবে। ৩টা পর্যন্ত টিকা দেয়ার সময় রয়েছে। লোকজন থাকলে আরও কিছুক্ষণ টিকা দেয়া হবে হবে।
You cannot copy content of this page
Leave a Reply