ঢাকা অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, পৃথিবীতে এটিই প্রথম এবং একমাত্র ঘটনা, যেখানে একসঙ্গে এত মানুষকে জমির মালিকানা দিয়ে পাকা ঘর করে নির্মাণ করে দেওয়া হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও পাকা বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটে ঘর পেয়েছেন ২৭৩ পরিবার। মন্ত্রী আরও বলেন, এটি মূলত মুজিববর্ষে গরীব ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে সারাদেশে ঘর পেয়েছেন ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবার। দ্বিতীয় পর্যায়ে পেলো আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার। দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিতে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ পরিবারকে তালিকাভুক্ত সরকার। গতকাল রোববার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তন হলে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একে এম নুর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply