খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (ডিজেসি) সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজার মা মাজেদা বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৭ জুন করোনা পজিটিভ হওয়ার পর ঢাকা মিরপুরের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতœগর্ভা সাজেদা বেগম। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে ইসলামী ফাউন্ডেশনের করোনা দাফন টিম তাকে শোমসপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। তার মৃত্যুতে খোকসা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক রাজার মায়ের জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হকসহ অংসংখ্য গুনগ্রাহী। তিনি নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজএডিটর বোরহানুল হক সম্রাট, কুষ্টিয়া সময়ের সম্পাদক আহসানুল হক নবাব ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতানের মা। তার বাবা শোমসপুর নিবাসী তোফাজ্জেল হোসেন করণায় আক্রান্ত হয়ে ঢাকায় আইসিওতে চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply