1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

 

ঢাকা অফিস ॥ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৪৯১ জন। এনিয়ে  করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জন। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪১১ জন। শনিবার ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া যায়।   ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ লাখ ২১ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com