ঢাকা অফিস ॥ গেল সপ্তাহে বিশ্বে করোনা শনাক্তের হার কমেছে ১৪ শতাংশ। তবে সামগ্রিক সংক্রমণ উর্ধ্বগতির দিকেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় বিশ্বে করোনা রোগী শনাক্ত কমেছে প্রায় ১৪ শতাংশ। একই সময়ে মৃত্যুও কমেছে অন্তত ৭ শতাংশ। সর্বশেষ এক সপ্তাহে বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছে ৩৮ লাখ। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৪৪ লাখ। আর গত সপ্তাহে বিশ্বজুড়ে মারা গেছে ৮০ হাজার ৪১০ জনের বেশি, যা তার আগের সপ্তাহে ছিল ৮৬ হাজার ৬৬২ জন। শুধু এ দুই সপ্তাহ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ‘গত চার সপ্তাহে গোটা বিশ্বেই সংক্রমণ কমার লক্ষণ দেখা গিয়েছে। কিন্তু তাতেও সংখ্যাটা কম বিপজ্জনক নয়। কিছু দেশে পরিস্থিতি এখনো ভয়াবহ। তাই এই পরিসংখ্যান দেখে ঢিলেমি দিলে চলবে না। মহামারী এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। পশ্চিমবঙ্গের লকডাউন ১৫ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সংক্রমণ কিছুটা কমে আসায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। ভারতের মোট সংক্রমণ ও মৃত্যু ও কিছুটা কমেছে। ভারতে নতুন করে শনাক্ত হয় ১ লাখ ৭৯ হাজার। আর মৃত্যু হয় তিন হাজার ৫শ ৫৮ জনের। ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দিল্লি। বৃহস্পতিবার একদিনে দেড় শতাধিক রোগীর ব্লাক ফাঙ্গাস ধরা পড়ায় মহামারি ঘোষণা করে দিল্লি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিরাময় ও নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি জানিয়েছে, অর্ধেক প্রাপ্তবয়স্ক মার্কিনিকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে দেয়ার ঘোষণা দিয়েছে ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে জরুরি অবস্থা দেয়ার চিন্তা করছে জাপান।