ঢাকা অফিস ॥ শনাক্তের এক বছর পর হলেও এখনো করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা দুনিয়া। বিশ্ব জুড়ে করোনারভাইরাসের টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু। ইতোমধ্যেই বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ১৭ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৬৯ হাজার ৬৪০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯০ হাজার ৫১৬ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনাভাইরাসের প্রকোপে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫৬ জন।
You cannot copy content of this page
Leave a Reply