বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ মে ২০২১ এর প্রতিপাদ্য আসুন, আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি। ছেড়ে দেওয়া, ত্যাগ করা, বিরত থাকা, অব্যাহত প্রাপ্ত (ধূমপান থেকে) যা ব্যক্তিগত পর্যায়ে শব্দটি ব্যবহার করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বিকালে কুষ্টিয়ার পোড়াদহে সাফ’র আয়োজনে র্যালী, আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিমের পরিচালনায় সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পোড়াদহ ইউনিয়ন শাখার মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ডা: আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোড়াদহ রেলওয়ে থানার এএসআই মো: বাহার। বক্তাগণ বলেন, তামাক একমাত্র পণ্য যা আইগনতভাবে বৈধ হলেও লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটায়। তামাকের ক্ষয়-ক্ষতি কেবল এর ব্যবহারের মধ্যেই সীমিত নয়, তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন-সবই জনস্বাস্থ্য, পরিবেশ এবং সমাজকে অপূরণীয় দুর্দশার দিকে ঠেলে দেয়। মাদক নেশার প্রথম ধাপ ধূমপান। কাজেই মানুষ, পরিবার ও পরিবেশের জন্য সমাজ তখনই কল্যাণকর হবে যখন তা হবে তামাকমুক্ত। তাই এবারের প্রতিপাদ্য যথার্থ যে ’তামাক ছাড়–ন’। তামাক ব্যবহার ছাড়লেই চাষ ও উৎপাদন এমনিতেই কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। যা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত ২০৪০ নাগাদ ’তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয় বাস্তবায়ন সহজ হবে। র্যালী শেষে সাফ‘র পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী ও যাত্রীদের মাঝে ধূমপান ছাড়ার উপায় সম্বলিত লিফলেট বিলি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply