মেহেরপুর প্রতিনিধি ॥ বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান,আর ডিসি রনি খাতুন,এনডিসি গোলাম রব্বানি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, টুরিষ্ট পুলিশের এস আই আমিরুল ইসলাম। এর আগে বিশ্ব পর্যটন দিবস- উপলক্ষে একটি র?্যালী বের করা হয়।