ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও সোনিয়া ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুল হক (হাফিজ) সহ সম্মানিত ব্যক্তি ও অতিথি বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ লাকি আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক মোঃ লালন আলী, মোঃ হাবিবুর রহমান, মোঃ মনজুর রহমান, মাহাবুল ইসলাম, মোছাঃ মরিয়ম খাতুন, রেজাউল ইসলাম, রতন আলী, বিপুল আলম ও নার্গিস নাহারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply