1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা দ্বিগুণ করতে হবে : আব্দুর রউফ এমপি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

 

কুমারখালী প্রতিনিধি ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকালে কুমারখালী রেল স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে বর্ণাঢ্য র?্যালি স্টেশন চত্বর হতে উপজেলা চত্বরে গিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে ও উপজেলায় অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। বীর মুক্তিযোদ্ধারা উদ্যোগে সকাল ৯ টায় রেল স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ১৭ ই মার্চ নানান অভিযোগে বীর মুক্তিযোদ্ধারা ইউএনওর অপসারণের দাবি জানিয়ে আজ এ উদ্যোগ নেন। কুমারখালী উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ। পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আনসার ভিজিপি ও বিভিন্ন বিদ্যালয় কর্তৃক কুচকাওয়াজ, ডিসপ্লে ও জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শন করা হয়। দুপুরে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজারের দ্বিগুণ ৪০ হাজার টাকা করার জন্য সংসদে দাবি জানাবো। ২০ হাজার টাকায় শেষ বয়সে অসুস্থর কারণে চিকিৎসা সেবার জন্যই ব্যয় হয়ে যায়। ৪০ হাজার টাকা হলে স্বাবলম্বীভাবে চলা যাবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা বই বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com