নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের থানাপাড়া সতীশচন্দ্র লেনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শুক্রবার বিকেলে ঢাকার পিজি হসপিটালে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি কুষ্টিয়া বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নজরুল ইসলামের ভাই। মরহুম ফজলুল হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে চিকিৎসাধিন ছিলেন। মরহুম ফজলুল হকের জানাজা শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে অনুষ্ঠিত হয়ে পরে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। মরহুম ফজলুল হক ছিলেন কুষ্টিয়ার মেধা’র নির্বাহী সদস্য। তাঁর মৃত্যুকে মেধা’র সভাপতি ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন ও সদস্য সচিব শামীম আহমেদ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।