নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার পূর্ব মজমপুর বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ১৭ই মার্চ সকাল দশটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া সদর উপজেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীনের ভাই শরফরাজ আহম্মেদ নজু সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষথিীদের জন্য পানি বিশুদ্ধীকরণের আধুনিক ফিল্টার ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু। এছাড়ও অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৩ সালের বৃত্তি প্রাপ্ত ৫জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা সহ তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য বৃত্তি প্রাপ্ত ৫জন মধ্যে এজন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পায়। বৃত্তি প্রাপ্তরা হলেন সাদিয়া ইসলাম জীম (ট্যালেন্টপুল), জুবায়েদ হাসান, জান্নাতুল ফেরদৌস মিম, মাহী কবির, এবং সাফায়েত হোসেন।
You cannot copy content of this page
Leave a Reply