ঢাকা অফিস ॥ বুকে তীব্র ব্যথা শুরু হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাটকে ফের আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত কয়েক মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন তিনি। বিএসএমএমইউ সূত্রে জানা যায়, রোববার রাতে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে থাকার সময় শারীরিক অবস্থার অবনতি হয় স¤্রাটের। গত সোমবার রাতে বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউয়ের একজন চিকিৎসক জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় স¤্রাট দীর্ঘ দিন ধরে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে গত সোমবার সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিসিইউতে তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণে কাজ করছেন চিকিৎসকরা। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, স¤্রাট দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার কী অবস্থা এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমরা কিছু জানি না। স¤্রাটের পরিবারের সদস্যরা জানান, আজ থেকে প্রায় ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারী ও ভালভ প্রতিস্থাপন করা হয় স¤্রাটের। উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর আলোচনায় আসে যুবলীগ নেতা স¤্রাটের নাম। ওই বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বন্য প্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত স¤্রাটকে ৬ মাসের কারাদ- দেন। এ ছাড়া ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার ওপর ভিত্তি করে স¤্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
You cannot copy content of this page
Leave a Reply