আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবন্দরা। গতকাল বুধবার বিকালে উপজেলার আমলা ইউনিয়নের মিটন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলেমুর রেজা সাবান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অথিথির বক্তব্য রাখেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, সাবেক সাধারন আসাদুজ্জামান সুমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রওশন আলী প্রমুখ। অনুষ্ঠানে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতাকর্মীরা বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্যানেলকে বিজয়ী করার আহবান জানান।
Leave a Reply