ঢাকা অফিস ॥ গত কয়েকদিন ধরে চলমান অতিভারি বৃষ্টি ২৪ ঘণ্টায় কিছুটা কমবে, তাই এ সময়ে গরম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থাকলেও অতিভারি বৃষ্টি থেকে আপাতত মুক্তি মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল শনিবার ছিল আষাঢ়ের ১৯ তারিখ। গত শুক্রবার ঢাকাসহ দেশের বেশিরভার এলাকায় দিনের বেশিরভাগ সময় জুড়েই ছিল বৃষ্টি। তবে গতকাল শনিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন আবহাওয়ার মোটামুটি এরকমই থাকবে বলেও জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, সেখানে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায়, ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
You cannot copy content of this page
Leave a Reply