ঢাকা অফিস ॥ ভারতের সঙ্গে বাংলাদেশের ৩৬টি সীমান্ত বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল রোববার এ খবর জানিয়েছেন। এ ছাড়া সীমান্তের পাঁচ জেলা লকডাউনের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি, যা পর্যবেক্ষণ করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণের হার ৫ শতাংশে এলে সেটিকে স্বাভাবিক বলা হবে। এখন সংক্রমণের হার ৯ শতাংশ। তাই, এখনও করোনা সংক্রমণ স্বাভাবিক বলা যায় না। এজন্য বিশেষজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানো হলো। তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারিÑএই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। ২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ এ বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply